হাড়-জোড়া, অর্থোপেডিক, ট্রমা, বাতব্যাথা বিশেষজ্ঞ ও সার্জন, ডাঃ মুঃ নাজির হোসেন, চেম্বার- ফেনী ম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার, জহিরিয়া টাওয়ার, ট্রাংক রোড, ফেনী। মোবাইল: ০১৭০৫০৬০৩৫৩, রোগী দেখার সময়: প্রতিদিন সকাল ১০টা-দুপুর ২টা, বিকাল ৪.৩০টা-রাত ৮টা পর্যন্ত।

ডাঃ মুঃ নাজির হোসেন

ডাঃ মুঃ নাজির হোসেন সম্পর্কেঃ

ডাঃ মুঃ নাজির হোসেন অর্থোপেডিক চিকিৎসা সেবায় এক অনন্য নাম। চিকিৎসা সেবায় তার ১০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। এই ১০ বছরের চিকিৎসক ক্যারিয়ারে তিনি অসংখ্য মানুষকে চিকিৎসা সেবা দিয়ে এসেছেন। অসংখ্য অর্থোপেডিক রোগী তাঁর চিকিৎসা নিয়ে সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছেন।

গ্রামের এক ছোট্ট ছেলেটি, নাম তার ডাঃ মুঃ নাজির হোসেন। রোকনপুর গ্রামে তার শৈশব কেটেছে দুষ্টুমি আর খেলাধুলার মাঝে। বাবা ছিলেন কৃষিজীবী, মা গৃহিনী। গ্রামের সবুজ শ্যামল পরিবেশে বড় হওয়া এই ছেলেটির স্বপ্ন ছিল অনেক বড়।
বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে রহনপুর এ বি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০০৫ সালে এসএসসি এবং ২০০৭ সালে নিউ গভ. ডিগ্রী কলেজ, রাজশাহী থেকে এইচএসসি পাস করে সে তার স্বপ্নপূরণের পথে একধাপ এগিয়ে যায়। ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে ভর্তি হয় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, ঢাকা ক্যান্টনমেন্টে।
২০১৪ সালে এমবিবিএস পাস করে সে একজন পূর্ণাঙ্গ চিকিৎসক হিসেবে আত্মপ্রকাশ করে।

ইন্টার্নশিপ করার সময় সে কম্বাইন্ড মিলিটারি হাসপাতাল (CMH), ঢাকা ক্যান্টনমেন্ট এবং কর্মিটোলা জেনারেল হাসপাতাল-এ কাজ করেছে। সেই অভিজ্ঞতা তাকে বাস্তব জীবনের চিকিৎসা শিখিয়েছে। রোগীদের সেবা করা, তাদের দুঃখ-দুর্দশা লাঘব করার মাঝেই সে নিজের জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পেয়েছে।

তার শেখার আগ্রহ ছিল অফুরন্ত। তাই ২০২৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (BSMMU) থেকে ডি-অর্থো ডিগ্রি সম্পন্ন করে। এরপর ২০২৪ সালে ভারত থেকে Fellowship in MSK Ultrasound & Fellowship in pain management (FIPM)  অর্জন করে । 
২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সে ইবনে সিনা মেডিকেল কলেজ, ঢাকায় এনাটমি বিভাগের লেকচারার হিসেবে দায়িত্ব পালন করেছে।
এছাড়া ২০২৩-২০২৫ সময়কালে জেনেসিস-এ অর্থোপেডিক্স ডিপ্লোমা ব্যাচের মেন্টর হিসেবে শিক্ষার্থীদের দীক্ষা দিচ্ছে।
তার গবেষণা এবং একাডেমিক চর্চার ফসল হিসেবে প্রকাশিত হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ বই—Golden Hour Question Bank, Golden Hour Short Case, এবং Golden Hour OSPE, যা শিক্ষার্থীদের জন্য অমূল্য সম্পদ।
এই দীর্ঘ শিক্ষাজীবনে তার পাশে ছিলেন তার বাবা-মা এবং শিক্ষকেরা। তাদের প্রতি তার কৃতজ্ঞতার শেষ নেই। বাবা-মায়ের অনুপ্রেরণাই তাকে এতদূর নিয়ে এসেছে।
জীবনের অনুপ্রেরণা বলতে সে বিশ্বাস করে, ‘মুভমেন্ট ইজ লাইফ, লাইফ ইজ মুভমেন্ট’।
তার অবসর সময় কাটে বই পড়ে, জ্ঞানের গভীরে ডুবে গিয়ে। ছুটির দিনগুলোতে পরিবারের সাথে সময় কাটানোই তার সবচেয়ে প্রিয় কাজ।
গরীব-দুঃখীদের পাশে দাঁড়ানো তার মন থেকে আসা ভালোবাসার জায়গা। তাদের মুখে হাসি ফোটানোই তার জীবনের অন্যতম লক্ষ্য।
এভাবেই এক ছোট্ট গ্রামের ছেলেটি নিজের ইচ্ছাশক্তি আর পরিশ্রম দিয়ে একদিন হয়ে উঠল একজন সফল চিকিৎসক। কিন্তু তার গল্প এখানেই শেষ নয়, বরং এটি তার সেবার পথে নতুন এক অধ্যায়ের শুরু।

Scroll Letter Color Change

Experience G2’s top-rated SMB hosting provider with a 4.7-star rating, powering websites from over 200 countries.

ফটো গ্যালারি

Scroll to Top